Barak UpdatesHappeningsBreaking News

বিপদসীমা স্পর্শ করল বরাক

ওয়ে টু বরাক, ৭ আগস্ট : গত কয়েকদিন থেকে বরাকে সামান্য বৃষ্টিপাত হলেও মুষলধারে বা টানা বৃষ্টি হয়নি। কিন্তু অনেকটা যেন চুপিসারেই বরাক নদী ফের ফুলে ফেঁপে উঠেছে। বুধবার সন্ধ্যায় বরাক নদী বিপদসীমা স্পর্শ করে নিয়েছে। এ দিন রাত ৮টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর দাঁড়িয়েছে ১৯.৮৩ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্নও ১৯.৮৩ মিটার। নদীর জল বর্তমানে বাড়ছে প্রতি ঘন্টায় ২ সেন্টিমিটার করে। বরাকের উতসস্থলে পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ার জন্যই নদীর জল বাড়ছে।

এর আগে গতকাল রাত ১টায় নদীর জলস্তর ছিল ১৯.০৩ মিটার। এরপর বুধবার সারা দিনেই নদীর জল বেড়েছে কখনও ১ সেমি, আবার কখনও ৮ সেমি করে। গতকাল শেষরাত থেকে আজ ভোরের দিকে জলস্তর বৃদ্ধির গতি ৬-৮ সেমি করে হলেও এখন এই গতি কিছুটা কমে এসেছে। এখন জল বাড়ছে ঘণ্টায় ২ সেমি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker