Barak UpdatesHappenings

বিন্নাকান্দিতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ

ওয়েটুবরাক, ১২ নভেম্বর : স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী সোজা থানায় চলে যান৷ স্ত্রী-হত্যার কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ ঘটনা লক্ষীপুর মহকুমার বিন্নাকান্দি বাগানে৷ মঙ্গল রিকিয়াসন ও জবা রিকিয়াসনের সংসারে অশান্তি লেগেই ছিল৷ মারপিট, গালিগালাজ লেগেই ছিল৷ বৃহস্পতি রাতেও হইচই শুরু হয়৷ আচমকা মঙ্গল দা নিয়ে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে৷ ঘটনাস্থলেই জবা রিকিয়াসনের মৃত্যু হয়৷ পরে মঙ্গল সোজা চলে যায় থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালে পাঠায়৷ মঙ্গলকে গ্রেফতার করা হয়েছে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker