NE UpdatesHappeningsBreaking News
বিধানসভায় বড়ো ভাষা ব্যবহারের সুযোগ মিলল
ওয়েটুবরাক, ৮ জুন: অসম বিধানসভার ইতিহাসে এই প্রথম বড়ো ভাষা ব্যবহার হতে চলেছে। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির সভাপতিত্বে আয়োজিত সোমবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দৈমারি বলেন, ”বড়োদের জন্য আজকের সিদ্ধান্ত ঐতিহাসিক।” এর দরুন ডিসেম্বরের অধিবেশন থেকে বড়ো ভাষায় প্রশ্নোত্তর ও ভাষণের সুযোগ মিলতে চলেছে। জনজাতি উন্নয়নমন্ত্রী ইউজি ব্রহ্ম জানান, অন্যান্য সরকারি কাজেও বড়ো ভাষা ব্যবহারে সরকার উদ্যোগ নেবে।