India & World UpdatesAnalyticsBreaking News
বিদেশি ল্যাপটপ-ট্যাবলেট আমদানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের
নতুনদিল্লি, ৩ আগস্ট ঃ বিদেশি ল্যাপটপ, ট্যাবলেট এবং পার্সোনাল কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসএন ৮৭৪১-এর আওতায় সমস্ত ল্যাপটপ, ট্যাবলেট, অল ইন ওয়ান পার্সোনাল কম্পিউটার এবং আল্ট্রা স্মল কম্পিউটার আমদানি বন্ধ করা হল। কেবলমাত্র নিষেধাজ্ঞার আওতায় থাকা সামগ্রী আমদানির বৈধ লাইসেন্স আছে, এমন ক্ষেত্রেই তা করা যাবে।
শিল্প-বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ব্যাগেজ বিধির আওতায় এই নিষেধাজ্ঞা লাগু হবে না। যদিও এই বিধি সময়ে সময়ে সংশোধিত হয়ে থাকে। আমদানি লাইসেন্স ছাড়া আর যে ক্ষেত্রে ছাড় রয়েছে তা হল ই-কমার্স পোর্টালের মাধ্যমে ডাক বা ক্যুরিয়ারে বিদেশ থেকে আনা একটি ল্যাপটপ, ট্যাবলেট কিংবা অল ইন ওয়ান কম্পিউটার। সেখানে যথাযুক্ত আমদানি শুল্ক দিয়ে তা আনতে হবে। উল্লেখ্য, দেশে বৈদ্যুতিন সামগ্রী রফতানিতে শীর্ষে রয়েছে তামিলনাড়ু।