Barak UpdatesHappeningsBreaking News
বিদেশি! প্রতিবেশীর পিটিশন খারিজ করলেও হাইলাকান্দির তিন ভাইয়ের মামলা স্ক্রিনিং কমিটিতে
ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর : ফরেনার্স ট্রাইবুনালে নথিপত্র পেশ করে পুলিশের সন্দেহ দূর করতে সক্ষম হলেও নাগরিকত্ব ইস্যুতে দুর্ভোগ শেষ হয়নি অখিলচন্দ্র দেব, অমরেশচন্দ্র দেব ও মতিলাল দেবের ৷ হাইলাকান্দি জেলার আলেকজেন্ডারপুরের বাসিন্দা তিন ভাইকে পরে প্রতিবেশীর সন্দেহে হাই কোর্টে ছুটতে হয়৷ তেরো বছর আগের রায় স্ক্রিনিং কমিটিকে ফের খতিয়ে দেখতে বলল গৌহাটি হাই কোর্ট৷
২০০৭ সালে তিন ভাইকে পুলিশ বিদেশি বলে অভিযুক্ত করে ফরেনার্স ট্রাইবুনালে মামলা করেছিল৷ ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ট্রাইবুনালের সদস্য-বিচারক সমস্ত নথিপত্র দেখে তাঁদের ভারতীয় বলে রায় দেন৷ অনেকদিন ধরে উকিলের বাড়ি আর ট্রাইবুনালে ঘুরে শেষে স্বস্তি মেলে দেব পরিবারে৷ কিন্তু সেই স্বস্তি বেশিদিন টেঁকেনি৷ ফের একই মামলায় ছুটতে হয় তাদের৷এ বার পুলিশ বা কোনও সরকারি পক্ষ নয়, ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে রিট পিটিশন করলেন তাঁদের প্রতিবেশী অসীমকুমার দেবরায়৷ তাঁর অভিযোগ, এরা বাংলাদেশ থেকে এ পারে এসেছেন খুব বেশিদিন হয়নি৷ ভারতীয় নাগরিকত্বের জাল নথি জমা করেছে ট্রাইবুনালে৷ হাই কোর্ট মামলাটি বিচারের জন্য গ্রহণ করে সরকারের বক্তব্য জানতে চায়৷ রাজ্য সরকারের তরফে যেমন হলফনামা পেশ করা হয়, তেমনি আদালতে হাজির হন স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং অতিরিক্ত পুলিশ প্রধান৷ তাঁরা জানান, সরকারের নিয়ম মেনে ট্রাইবুনালের সমস্ত রায় স্ক্রিনিং কমিটি খতিয়ে দেখে৷ এ ক্ষেত্রেও সেটাই হয়েছে৷ ফলে তাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে সরকারের কোনও সন্দেহ নেই৷
গৌহাটি হাই কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিংহ ও বিচারপতি অরুণ দেবচৌধুরী তাঁদের রায়ে স্ক্রিনিং কমিটিকে তিন ভাইয়ের কাগজপত্র ফের পরীক্ষা করে দেখতে নির্দেশ দিয়েছেন৷ দেবরায়ের অভিযোগের সত্যতার প্রমাণ মিললে প্রতিবেশী নয়, সরকারকে পুরনো রায় চ্যালেঞ্জ জানাতে বলা হয়েছে৷