India & World UpdatesBreaking News

বিদেশি নাগরিকের স্বার্থে লকডাউনেই চলবে ১৮টি আন্তর্জাতিক বিমান

৩ এপ্রিল:   বিদেশি নাগরিকদের স্বার্থে লকডাউনের মধ্যেই বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। তবে, এক্ষেত্রে বিমানের সংখ্যা থাকবে সীমিত। এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী মাত্র ১৮টি বিশেষ বিমানই চলবে। ভারতে আটকে থাকা জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড ও কানাডার নাগরিকদের দেশে ফেরত পাঠাতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব বনশল।তিনি আরও জানান, বিভিন্ন দেশের আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটি দেশের সঙ্গে এয়ার ইন্ডিয়া এই চুক্তি করেছে। এই অনুসারে জার্মানির নাগরিকদের পরিষেবায় থাকবে ১০টি বিমান। তাছাড়া, কানাডার জন্য ৬টি, ফ্রান্সের ১টি ও আয়ারল্যান্ডের নাগরিকদের পৌঁছাতে ১টি বিমান যাবে। বিমানগুলিতে অন্য যাত্রী বা সামগ্রী যাবে না।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমানই নয়, দেশের ভেতরে বিমান চলাচলও লকডাউনের কারণে বন্ধ রয়েছে। চলাচল করেছে শুধু কার্গো বিমান। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৮৫টি কার্গো বিমান চলাচল করেছে। এর মধ্যে ৬২টি চালিয়েছে এয়ার ইন্ডিয়া, বাকি ১৫‌টি ভারতীয় বায়ুসেনা ও ৮টি বেসরকারি বিমান সংস্থা চালিয়েছে। সবই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে, লকডাউনের মেয়াদ শেষ হলেই যে দেশের ভেতর যাত্রী বিমান চলবে, বৃহস্পতিবার অবশ্য তা একরকম স্পষ্ট করেই দিয়েছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker