NE UpdatesHappeningsBreaking News
বিজেপিকে উৎখাত করতে এসেছি, ত্রিপুরায় গিয়েই বললেন অভিষেক
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি : “বিজেপিকে উৎখাত করতে এসেছি এবং তা করেই ছাড়ব৷” ত্রিপুরায় গিয়ে এ ভাবেই বিপ্লবকুমার দেবের উদ্দেশে খোলামেলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মাত্র তিন মাসে ত্রিপুরায় তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। এখন লক্ষ্য ২০২৩-র বিধানসভা নির্বাচন৷ রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলে ‘দুয়ারে গুণ্ডা’ মডেল থাকবে না বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।তিনি বলেন, শুধু ত্রিপুরা নয়, সমগ্র দেশে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে।
রবিবার দুইদিনের সফরে ত্রিপুরায় গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিজেপির হাতে আক্রান্ত কর্মী-সমর্থকদের সমবেদনা জানাতে তাঁদের বাড়িতে যান। সঙ্গে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক এবং স্টিয়ারিং কমিটির সদস্য প্রকাশ দাস। অভিষেক বিমান থেকে নেমেই পুরাতন আগরতলা খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে পূজা দিতে চলে যান। সেখানে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা দিয়েছেন। পরে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাতে আক্রান্ত এক কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। সন্ধ্যায় আগরতলা বড়দোয়ালী এলাকায় সংহিতা ভট্টাচার্য নামে অপর এক আক্রান্ত কর্মীকে দেখতে যান।
অভিষেক পরে সাংবাদিকদের বলেন, বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না। এই কাজে দলীয় কর্মীরা তৃণমূল নেতৃত্বকে সবসময় পাশে পাবেন।
বিজেপির সরকারকে তীব্রভাষায় বিষোদ্গার করে বলেন, রাজ্যে মানুষের কোনও স্বাধীনতা নেই। এরা ভেবেছিল, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে আটকানো যাবে৷
আগরতলা পুরনিগম ভোটের কারচুপি নিয়ে মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক বলেন, বিপ্লব দেব এখনও তাঁর থেকে পার পেয়ে যাননি। রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা যেভাবে তাঁদের সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার জন্যে তিনি গর্বিত এবং আপ্লূত।