India & World UpdatesBreaking News

ডকুমেন্টারিতে ভারতীয় প্রযোজকের অস্কার
Indian Producer gets Oscar in Documentary

ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে এ বার ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল এই ভারতীয় প্রযোজকের ছবি ‘পিরিয়ড.অ্যান্ড অফ সেনটেন্স’।

Rananuj

রেড কার্পেট, জমকালো আলোর রোশনাই, হলিউড তারকাদের চোখধাঁধানো উপস্থিতর মধ্যে প্রতি বছরের মতো এবারও নজর কাড়ল অস্কার মঞ্চ। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে এ বার ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতল গুনিতের ‘পিরিয়ড.এন্ড অফ সেনটেন্স’।

এ বছর অস্কারে সেরা ছবির খেতাব পেয়েছে গ্রিন বুক., সেরা পরিচালক হয়েছেন আলফন্সো কিউয়েরন (রোমা)। সেরা অভিনেতা খেতাব দখল করেছেন রামি মালেক তাঁর ‘বোহেমিয়ান রাপসোডি’র জন্য। এই ছবিটি এ বার চারটি খেতাব পেয়েছে। এছাড়া পেয়েছে সেরা সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিং ও ফিল্ম এডিটিং-এর খেতাব। সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কলম্যান, ছবি দ্য ফেভারিট। সেরা বিদেশি ছবির তকমা পেয়েছে ‘রোমা’। সেরা সিনেমাটগ্রাফির পুরস্কারও পেয়েছে এই ছবিটি। সেরা অরিজিনাল সং-এর খেতাব পায় লেডি গাগার ‘শ্যালো’ (অ্যা স্টার ইজ বর্ন)। এ বছর  প্রথমবার অস্কার পেলেন লেডি গাগা।

ভারতের এই জয় ঠিক এক দশক পরে। ২০০৯ সালে ‘স্লামডগ মিলেওনিয়ার’এর জন্য অস্কার পেয়েছিলেন সঙ্গীত নির্দেশক এ আর রহমান ও সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পোকুট্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker