Barak UpdatesHappeningsBreaking News
বাসন্তী পূজার চাঁদায় দুস্থদের চাল-ডাল পঞ্চানন শিববাড়িতে
April 5, 2020
শিলচর, ৫ এপ্রিল: লকডাউনে দুর্ভোগে পড়া গরিব-মেহনতিদের খাবার বিতরণ করল মালুগ্রাম শ্রীশ্রী পঞ্চানন শিববাড়ি কমিটি। রবিবার বেছে বেছে একশ দুঃস্থের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কমিটির কর্মকর্তারা। সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে এই বিতরণ কর্মসূচি। ৫ কেজি চাল, ডাল, সোয়াবিন সহ আরও কিছু সামগ্রী দেওয়া হয়।
সদস্যরা জানান, লকডাউনের সময় গাড়ি, দোকান-পাট, ব্যবসা সব বন্ধ থাকায় রুজি- রোজগারও পুরোপুরি বন্ধ। এতে অন্যান্য জায়গার মতো বিপদে পড়েছেন মালুগ্রাম-ঘনিয়ালার দিনমজুরও। অর্থাভাবে খাবার জোগাড় করতে পারছেন না। এরমধ্যে একশ জনকে এই সহায়তা করা হয়েছে। তাঁরা আরও জানান, প্রতি বছর ঘটা করে শ্রীশ্রী বাসন্তী পূজা হয়ে থাকে পঞ্চানন শিববাড়িতে। মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের।এবারও প্রস্তুতি ছিল। কিন্তু করোনা সতর্কতা হিসেবে লকডাউন হওয়ায় পূজা আয়োজন করা হয়নি। কিন্তু পূজা উপলক্ষে অনেক ভক্ত যে যার সাধ্যমতো আগেই আর্থিক সাহায্য মন্দির কমিটির কাছে সমঝে দিয়েছিলেন। আর অর্থ দিয়েই দুঃস্থদের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে।