Barak UpdatesHappeningsBreaking News
বাজেয়াপ্ত বার্মিজ সুপারি পুড়িয়ে নষ্ট করা হলো লালায়
২০ ডিসেম্বর : আড়াই কোটি টাকা মুল্যের বার্মিজ সুপারি পুড়িয়ে নষ্ট করা হল লালায়। লালার গাছগাছড়া কাঁঠাল বস্তি এলাকায় খেলার মাঠে রবিবার কড়া নিরাপত্তার মধ্যে ৫৫৩৯ কেজি বার্মিজ সুপারি পুড়িয়ে ফেলা হয়েছে। সুপারি কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলার পর মাটিচাপা দেওয়া হয়েছে। এই সুপারিগুলো বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করার পর লালা থানায় জমা করে রাখা হয়েছিল। আদালতের নির্দেশেই এগুলো পোড়ানো হয়েছে। এই সুপারিশগুলো জ্বালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তী, সার্কল অফিসার কৃষ্ণ অর্জুন বর্মন, লালা থানার ওসি চিত্তরঞ্জন নাথ প্রমূখ। গোটা প্রক্রিয়া চলার সময় তা দেখতে সেখানে কৌতুহলী মানুষের ভিড় জমে।
এদিকে হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন, ফুড এন্ড সেফটি বিভাগ থেকে এই সুপারিগুলো ব্যবহারের অনুপযোগী বলে জানানোর পরই এগুলো নিলামের পরিবর্তে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, শনিবারও বার্মিজ সুপারের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল হাইলাকান্দি পুলিশ। এদিন মোট সাতটি সুপারির দাম সিল করে দেওয়া হয়েছে। সিল করা সুপারি গুদামের মালিকদের নথিপত্র নিয়ে থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, এই সুপারিগুলো পরীক্ষা করে দেখার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।