Barak UpdatesHappeningsBreaking News
বাইরে আটকে পড়া রোগীদের সাহায্যের দরজা এখনও খোলা
২৪ এপ্রিলঃ ক্যান্সার, হার্টের অপারেশন বা এই ধরনের দুরারোগ্য রোগের চিকিতসা করাতে গিয়ে রাজ্যের বাইরে যারা আটকে রয়েছেন, তাদের সাহায্যে এগিয়ে এসেছে আসাম সরকার। ফোন করে আগেই আবেদন জানাতে বলা হয়েছিল। এর মধ্যে ৮২৯ রোগীর প্রত্যকের কাছে ২৫ হাজার টাকা করে পাঠানো হয়েছে। সে জন্য মোট ব্যয় হয়েছে ২ কোটি ৭ লক্ষ ২৫ হাজার টাকা। এখনও যারা যোগাযোগ করে উঠতে পারেননি, তাদের জন্য সাহায্যের দরজা খোলা বলেই স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি বলেন, একই প্রক্রিয়ায় ফোন করতে হবে। প্রেসক্রিপশন পাঠাতে হবে। পরে ভেরিফিকেশন হবে। সব ঠিকঠাক থাকলে টাকা চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাঁর কথায়, রোগী বা তার সঙ্গে থাকা মানুষকেই বাইরে থেকে ফোন করতে হবে, এমন নয়। বাড়ির মানুষ বা পরিচিতজনেরাও ফোন করে সাহায্যের আর্জি জানাতে পারেন। কিন্তু তাকে প্রেসক্রিপশন পাঠাতে হবে৷ রোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে৷
মন্ত্রী শর্মা বলেন, বিদেশে আটকে পড়া ৪৯জনকেও সরকার সাহায্য পাঠিয়েছে। রোগ ছাড়াও অন্য কোনও কারণে ভিনরাজ্যে গিয়ে যারা আটকে পড়েছেন তাদেরও ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এখানে প্রাপকদের সংখ্যাটি বিশাল। মোট ৫ লক্ষ ৭০ হাজার জন আবেদন করেছেন। ওই আবেদনের ভিত্তিতে একটি করে লিঙ্ক পাঠানো হলে তা ফেরত পাঠিয়েছেন ৩ লক্ষ ১১ হাজার জন। এর মধ্যে সরকার ২ লক্ষ ৭৮ হাজার জনের ফর্ম জেলাশাসকদের কাছে পাঠায়। তাঁরা পরীক্ষা করে মোট ১১ হাজার ৭৯১ জনের ফর্ম বাতিল করেন। বাকিদের মধ্যে এ পর্যন্ত দেড় লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌছে গিয়েছে। অন্যদের দেওয়া হচ্ছে৷
মন্ত্রী বিশ্ব শর্মার দাবি, বাইরে আটকে পড়া রাজ্যবাসীদের সাহায্যপ্রদানে আসামই সেরা। এইভাবে শৃঙ্খলা মেনে এত মানুষকে কোনও রাজ্য সরকার সাহায্য করতে পারেনি।