Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ হামলা : সমস্ত অসাম্প্রদায়িক শক্তিকে প্রতিবাদে মুখর হওয়ার আবেদন বরাক বঙ্গের
গোলাঘাটে পুজোয় বাধার ঘটনারও নিন্দাপ্রকাশ
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : এবার দুর্গাপুজো এবং তার পরবর্তী দিনগুলোতে বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষপ্রসূত ব্যাপক হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে তা প্রতিরোধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকাকে চাপ দিতে দিল্লির প্রতি আর্জি জানালো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন । প্রতিবেশী দেশে সংঘটিত ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অমানবিক , বর্বর ও মধ্যযুগীয় মানসিকতার পরিচায়ক বলে তীব্র ভাষায় তার নিন্দা জানিয়ে রাজনীতিলালিত ধর্মীয় হিংসার বিরুদ্ধে সমস্ত অসাম্প্রদায়িক শক্তিকে প্রতিবাদে মুখর হওয়ার জন্য বরাক বঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত আবেদন রেখেছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন , বাংলাদেশের ঘটনাক্রম সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার প্রতি ভয়ঙ্কর হুমকির সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়া সুদুরপ্রসারী হতে বাধ্য । সে দেশে যেভাবে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে তা মোকাবিলায় হাসিনা প্রশাসন ব্যবস্থা নিলেও তা যথেষ্ট নয়। প্রশাসনিক দুর্বলতার জন্য বারবার এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক হিংসার পুনরাবৃত্তি ঘটছে। বিবৃতিতে সাধারণ সম্পাদক দত্ত বলেছেন, প্রতিবেশী দেশে হিংসার বিরুদ্ধে সে দেশের সংখ্যাগুরু জনগোষ্ঠীর উদারমনা ব্যক্তি ও সংগঠনগুলো যেভাবে প্রতিবাদে মুখর হয়েছেন সেটা এক ইতিবাচক পদক্ষেপ। কিন্তু অসহনশীল ধর্মান্ধ লোকগুলো পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোয় পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় দিল্লিকে অবিলম্বে তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের দুই পারের শুভবুদ্ধি সম্পন্ন মহলগুলো ধর্মকেন্দ্রিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হলে আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা প্রশাসনের উপর চাপ বাড়বে এবং হিংসার পুনরাবৃত্তি হয়তো বন্ধ হবে ।
বিবৃতিতে সাধারণ সম্পাদক দত্ত গোলাঘাটে এবার একটি মণ্ডপে দুর্গোপুজোয় বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেছেন , অসমে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি । এটা খুবই পরিতাপের বিষয় । আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়ে সাধারণ সম্পাদক বলেছেন, প্রতিটি মানুষেরই নিজস্ব ধর্মাচরণের যে স্বাধীনতা রয়েছে প্রশাসনকে তার নিশ্চয়তা দিতে হবে।