India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ কাণ্ডঃ লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ
ওয়েটুবরাক, ২৩ অক্টোবরঃ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও মঠ-মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে লন্ডনেও বিক্ষোভ প্রদর্শন করা হয। শনিবার সেখানকার দূতাবাস ও বার্মিংহামে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বেঙ্গলি হিন্দু আদর্শ সংঘের আহ্বানে জড়ো হন প্রচুর মানুষ। নেতৃত্বে ছিলেন আহ্বায়ক বিক্রম ব্যানার্জি। সঙ্গে এই অঞ্চলের বাসিন্দা বিধান দাস, সিদ্ধার্থ নন্দী পুরকায়স্থ, ত্রিপুরার অলক চন্দ প্রমুখ।
বিক্রম ব্যানার্জি বলেন, বাংলাদেশে মানবতার সংকট দেখা দিয়েছে। একে মেনে নেওয়া যায় না। তিনি বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের সুরক্ষার জোরালো দাবি তোলেন। অলক চন্দ বলেন, বাংলাদেশের ঘটনাবলীতে ব্রিটেনে বসবাসকারী হিন্দুরাও উদ্বেগে। সবাই বাংলাদেশ সরকারের দিকে তাকিয়ে। শেখ হাসিনার সরকার বিষয়গুলিকে কোন নজরে দেখছে, কী ভাবে পরিস্থিতি মোকাবিলা করে, সে দিকে গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখা হচ্ছে।
বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দিভাষী নারী-পুরুষদের সঙ্গে যোগ দেন প্রচুর ব্রিটিশও। ইসকনেরও প্রচুর ভক্ত এইদিন বিক্ষোভে সামিল হন।তাই বিভিন্ন প্রতিবাদী শ্লোগানের সঙ্গে বারবার ধ্বনিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা বাংলাদেশ সরকারের কাছে হিন্দুদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান। দুর্গোতসবের দিনগুলিতে হামলা-ভাঙচুর-হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভেঙে দেওয়া মন্দিরগুলি সরকারি তরফে সংস্কারের আর্জি জানান তাঁরা।