Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে পূজা বন্ধের ঘোষণার তীব্র নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাঙচুর, হিন্দুদের বাড়ি, দোকান লুটপাট, মহিলাদের অপহরণ, ধর্ষণ ও নিরীহদের উপর অমানবিক নির্যাতন, খুনের ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে বলে অভিযোগ এনে বিশ্ব হিন্দু পরিষদ জানায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে একদল উগ্র মৌলবাদী সংগঠন পূজা করতে দেওয়া হবে না, নদীতে বা জলাশয়ে প্রতিমা বিসর্জন করা যাবে না, মন্ত্র বা বাদ্যযন্ত্র বাজিয়ে পূজার্চনা করা চলবে না, এসব নানা অবাস্তব দাবি উত্থাপন করে দুর্গোৎসব করতে বার বার হুমকি দিয়ে আসছে। কোথাও আবার পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে বলে চরম বার্তা দিয়ে অর্থ দাবি করেছে। সেদেশের হিন্দু সংগঠন নানা ভাবে দাবি জানিয়ে বর্তমান সরকারের নিকট যাচ্ছে, কিন্তু সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বাংলাদেশের এই উগ্র মৌলবাদীদের পূজা বন্ধের ঘোষণার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় ‘বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত৷ প্রান্ত সভাপতি শান্তনু নায়েক বলেন, হিন্দুরা যদি এখন ঐক্যবদ্ধ না হয় তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে ভারতে। বাংলাদেশে উগ্র মৌলবাদীরা যেভাবে বিগত দিন করেছিল, এবারও এর পুনরাবৃত্তি ঘটাচ্ছে। পুজোর আগে থেকে মূর্তি, মণ্ডপ ভাঙচুর, খুন , ধর্ষণ, হিন্দু সম্প্রদায়ের বসতগৃহ, ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মত নিত্য খবরের শিরোনাম দখল করছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। হাসিনা সরকার পতনের ফলে মৌলবাদীরা নানা অজুহাতে হিন্দুদের উপর নির্যাতন করেছে। সভাপতি শান্তনু আরও বলেন, যারা নিজেদের শান্তির ধর্ম বলে পরিচয় দেয় তাদের ধর্মগুরুরা প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে দুর্গা পূজা করতে দেবেন না বলে হুঙ্কার দিচ্ছেন। স্থানে স্থানে নানা কৌশলে মূর্তি, মন্দির ও সনাতনীদের উপর চলছে হামলা। অবিলম্বে বাংলাদেশ সরকার মৌলবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে, এর পরিণাম ভালো হবে না বলে পাল্টা হুমকি দেয় বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত কমিটি।
প্রান্ত সম্পাদক সমীর দাস বলেন, অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির উত্থান করতে হলে হিন্দুদের একজোট হতে হবে। বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের নানা স্থানে অশুভ শক্তি যেভাবে মাথাচড়া দিয়ে উঠেছে, তার দমন করতে শুভ শক্তিরই প্রয়োজন। যেভাবে দেবী দুর্গা অসুর দমন করেছিলেন, সেই ভাবে দৈবিক শক্তি দিয়ে অশুভ শক্তির বিনাশ করতে হবে। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির বিস্তারিত তথ্য তুলে ধরে ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানান। মহম্মদ ইউনুস পরিচালিত বাংলাদেশ সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন সচিব দিলীপ দেব। তিনি বলেন, বাংলাদেশ সরকার যদি শান্তিতে দুর্গাপূজা উদযাপন করতে এগিয়ে না আসে তাহলে এর পরিণাম ভালো হবে না। ভারতের সঙ্গে গোটা বিশ্বের হিন্দুরা বসে থাকবে না। পূজায় বাধা দিলে পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশের নাগরিক ও সরকারকে। সরকার উগ্র ইসলামিক মৌলবাদী গোষ্ঠীকে দমন করতে ব্যর্থ হলে আগামীতে এর খেসারত দিতে হবে সরকারকে, হুমকি দেন সংগঠন সচিব দিলীপ দেব। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।