Barak UpdatesHappeningsBreaking News
বর্ণিকথার সম্পাদক দিলীপ নাথ প্রয়াত
ওয়েটুবরাক, ১৩ জুনঃ বিশিষ্ট সাহিত্যসেবী, ভাষাপ্রেমী, ভাস্কর, পাহাড়-প্রকৃতিপ্রেমী দিলীপ নাথ আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন রবিবার বেলা বারোটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল একষট্টি বছর। গত বৃহস্পতিবার তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছিল কল্যাণী হাসপাতালে। কিন্তু অবস্থার উন্নতি হওয়ায় শনিবার তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রেখে গিয়েছেন স্ত্রী সহ অসংখ্য আত্মীয়জন এবং গুণগ্রাহীদের।
ডা. লক্ষ্মণ দাসের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দিলীপবাবু। তাঁর নেতৃত্বে এক্সপ্লোরার ক্লাবের সভ্য ছিলেন তিনি। সব পরিচয় ছাড়িয়ে তিনি স্বাতন্ত্র্য গড়ে তুলেছিলেন বর্ণিকথার সম্পাদক হিসেবে। নিয়মিত ওই সাহিত্যপত্রিকা প্রকাশ করতেন। একষট্টির ভাষাসংগ্রাম নিয়ে প্রচুর লেখালেখি করেছেন, কাজ করেছেন সিপাহী বিদ্রোহের স্মৃতিধন্য রণটিলা নিয়েও। তাঁর মৃত্যুতে উপত্যকার সাহিত্যপ্রেমীদের শোকের ছায়া নেমে আসে।