Barak UpdatesBreaking News
বরাক জুড়ে উৎসাহের সঙ্গে ভোটার দিবস
২৫ জানুয়ারি : কাছাড় জেলায় শুক্রবার, ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ দিন সকাল ৯টায় কাছাড় জেলা নির্বাচনী কার্যালয় থেকে একটি ভোটার সচেতনতা র্যালি বের হয়ে গান্ধীভবনে গিয়ে শেষ হয়। সকালে পতাকা নেড়ে এই র্যালির সূচনা করেন জেলাশাসক লয়া মাধুরী।
পরে ১১টায় শিলচর গান্ধীভবনে কেন্দ্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়। এ দিনের অনুষ্ঠানের স্লোগান ছিল, ‘আমি ভোটার হিসেবে গর্বিত এবং ভোটদানে প্রস্তুত।’ বিভিন্ন কার্যসূচির মধ্যে ছিল অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, সাইকেল র্যালি, নাটক ইত্যাদি। অতিরিক্ত জেলাশাসক রণধীর দাম, জেলা নির্বাচন আধিকারিক সুদীপ রায়, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করিমগঞ্জেও ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোটদান সম্পর্কে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা, নতুন ভোটারদের সংবর্ধনা ইত্যাদি কার্যসূচি ছিল। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সদ্য ভোটাধিকার প্রাপ্ত ভোটারদের নির্বাচনের সময় নির্ভয়ে ভোটদানের আহ্বান জানান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার ব্রহ্ম, নিরঞ্জন দাস প্রমুখ।
হাইলাকান্দিতে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয় স্থানীয় মহিলা কলেজে। জেলাশাসক জে কীর্তি নবাগত ভোটারদের নিজেদের সাংবিধানিক অধিকার সাব্যস্ত করার আহ্বান জানান। অতিরিক্ত জেলাশাসক ই এল ফাইরেন, নির্বাচনী আধিকারিক রাহুল দোলে এই অনুষ্ঠানে জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। তাছাড়া উপত্যকার তিন জেলায় বিভিন্ন সরকারি কার্যালয়ে ভোটার দিবস উপলক্ষে শপথবাক্য পাঠ করানো হয়।