NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বরাকের মানুষ কয়লার গাড়ির জন্য আন্দোলনমুখর, গুয়াহাটিতে বললেন হিমন্ত
ওয়েটুবরাক, 23 জানুয়ারিঃ শুক্রবার একদিনের বরাক উপত্যকা সফরে এসে তাঁকে কয়লা নিয়ে প্রায় নাস্তানাবুদ হতে হয়েছে। আজ রবিবার গুয়াহাটিতে সাংবাদিকদের এই কথাই বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, সবাই কয়লার গাড়ি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। ইটভাটার মালিকরা যেমন বলেছেন, কয়লা ছাড়া ইট তৈরি বন্ধ রাখতে হয়েছে। তেমনি আরও অনেকে জানতে চেয়েছেন, ইট ছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি হবে কী করে। তিনি ওইসব প্রশ্নজাল থেকে কোনওক্রমে বেরিয়ে এসেছেন।
এখন অবশ্য তাঁর মনে হচ্ছে, বরাকবাসীর দাবির যথার্থতা রয়েছে। কারণ কয়লা তো আর নিষিদ্ধ সামগ্রী নয়। এ থেকে বিদ্যুত তৈরি হয়, ইটভাটা-কলকারখানা চলে, চা বাগানে কয়লার যথেষ্ট ব্যবহার রয়েছে। তাই কয়লার লরির চলাচল যে ফের শুরু হতে চলেছে, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কয়লা পরিবহনে সরকারের আপত্তির কারণ নেই। শুধু দেখতে হবে, কয়লাকে ঘিরে যাতে কোনও সিন্ডিকেট গড়ে না ওঠে। কোনও পুুলিশ গেট, চেকগেট হতে পারবে না। কেউ অবৈধভাবে কয়লার লরি থেকে টাকা তুলতে পারবে না।