NE UpdatesBarak UpdatesBreaking News
বরাকের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
১৭ এপ্রিল : বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এই বার্তালাপের সময় মুখ্যমন্ত্রী তাঁদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সবাইকে মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী এ দিন বরাক উপত্যকার তিন জেলার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শুক্রবার ডাঃ গিরিধারী কর, প্রাক্তন বিধায়ক সুখেন্দু শেখর দত্ত, অতীন দাশ, সঞ্জীব দেবলস্কর, দুলাল মিত্র, জলদবরণ দেবলস্কর, ডাঃ অজিত ভট্টাচার্য, রাধিকা রঞ্জন চক্রবর্তী, নীতীশ ভট্টাচার্য, হবিবুর রহমান চৌধুরী, নিলয় দত্ত, ড. শান্তি সিংহ প্রমুখ বিশিষ্টজনকে ফোন করে তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এর পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, হোমেন বরগোঁহাই, ড. নগেন শইকিয়া, রংবং টেরং, কমলাকান্ত মুশাহারি, পদ্মশ্রী ড. যোগেন্দ্র নাথ ফুকন, বিজ্ঞানী ড. জয়ন্তী চুতিয়া সহ রাজ্যের আরও কয়েকজনের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও একইভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। সে সময় তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন।