India & World UpdatesHappeningsBreaking News
বন্যা পরিস্থিতি দিল্লিতে, লালকেল্লা-রাজঘাট এলাকায় যমুনার জল
নতুনদিল্লি, ১৪ জুলাই : প্রবল বৃষ্টির জেরে রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টি এবং যমুনা নদীর জলোচ্ছ্বাসে রীতিমতো বানভাসি পরিস্থিতি দিল্লিতে। বৃহস্পতিবারের বৃষ্টির পর কার্যত গোটা দিল্লি জলমগ্ন। এমনকি লালকেল্লায় পৌঁছে গিয়েছে বন্যার জল। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ১৬ জুলাই পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে আপ সরকার।
দিল্লির বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়েছেন তিনি। কিন্তু সেখান থেকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির পরিস্থিতির খোঁজ নিয়েছেন।
শুক্রবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। যমুনার জল লালকেল্লা পেরিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছে গিয়েছে। ডুবে গিয়েছে রাজঘাট এলাকাও। যার জেরে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে যমুনার জল শহরের দিকে বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন।