Barak UpdatesHappenings
বদরপুর প্রেস ক্লাব ও এনসি কলেজের ভাষা শহিদ দিবস পালন
২১ জুলাই : বদরপুরে যথাযোগ্য মর্যাদায় ২১ জুলাই ভাষা শহিদ দিবস পালন করা হয়। নবীনচন্দ্র কলেজের সামনে স্থায়ী শহিদ বেদিতে শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এনসি কলেজ এবং বদরপুর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্ অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
দিনটির তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মর্তুজা হোসেন, বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল, সচিব সঞ্জয় দাস, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, প্রাক্তন সহ-সভাপতি তাজ উদ্দিন, এনসি কলেজের সাংস্কৃতিক শাখার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অর্জুন চন্দ্র দেবনাথ প্রমুখ। ১৯৮৬ সালে করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে ভাষা সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে তিনিও সেদিন করিমগঞ্জে ছিলেন বলে জানালেন অধ্যক্ষ ডঃ মর্তুজা হুসেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, শিলচরে ১৯৬১ সহ বিভিন্ন সময়ে ভাষা আন্দোলনে নিহতদের কোনও সরকারই শহিদের মর্যাদা দিতে রাজি হয় না।
বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল বলেন, ছিয়াশির ভাষা শহিদ দিব্যেন্দু দাস ওরফে যীশু নবীনচন্দ্র কলেজের সেই সময়ের ছাত্র ছিলেন। আজ কলেজ সহ বদরপুরবাসী তাঁর জন্য গর্বিত। সেদিন করিমগঞ্জে দিব্যেন্দু এবং জগন্ময় দেব পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এ দিন প্রেস ক্লাবের অর্গেনাইজিং সেক্রেটারি আব্দুল মালিক সহ যীশু নাথ, পিন্টু শুক্লবৈদ্য প্রমুখ শহিদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।