Barak UpdatesHappeningsBreaking News

বদরপুরে খুলল রেলটিকিটের রিজার্ভেশন কাউন্টার

২২ মে: রেলটিকিটের রিজার্ভেশন কাউন্টার শুক্রবার থেকে ফের খুলেছে৷ প্রাথমিক পর্যায়ে কয়েকটি বাছাই করা স্টেশনেই রিজার্ভেশন টিকিট কাটার সুবিধা মিলবে৷ এই সময়ে বরাক উপত্যকায় শুধুই বদরপুর রেলস্টেশনে রিজার্ভেশন বা পিআরএস কাউন্টার খোলা হয়েছে৷ ত্রিপুরাতেও একটিই কাউন্টার৷ সেটি আগরতলায়৷ বদরপুর এরিয়া ম্যানেজার উমেশ কুমার জানান, বদরপুর ও আগরতলা দুটি পিআরএস কাউন্টারই শুক্রবার থেকে কাজ করছে৷

তবে উত্তর-পূর্ব সীমান্ত রেল সিদ্ধান্ত নিয়েছে, যে স্টেশনে টিকিট রিজার্ভেশনের দুটি কাউন্টার রয়েছে, সেখানে এখন একটি কাউন্টারে কাজ হবে৷ দুইয়ের অধিক হলে দুটি কাউন্টার খোলা থাকবে৷ কাজ হবে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত৷ যাত্রীদের কার্ড বা ডিজিটাল পেমেন্টেই অগ্রাধিকার দিতে বিভাগীয় তরফে অনুরোধ করা হয়েছে৷ আর নগদে মিটাতে হলে যেন ঠিক অংকের টাকাই হিসাব কষে দেওয়া হয়৷ এ ছাড়া, লাইনে দাঁড়াতে হবে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে৷

প্রথম তিনদিন ওইসব কাউন্টারে শুধু টিকিট কাটা যাবে৷ ২৫ মে থেকে একইসঙ্গে বাতিল ট্রেনের টিকিটের টাকাও ফিরিয়ে দেওয়া হবে৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানান, বদরপুর, আগরতলা ছাড়াও লামডিং ডিভিশনে টিকিট কাটা যাবে কামাখ্যা, গুয়াহাটি, জাগীরোড, চাপারমুখ, হোজাই এবং লামডিঙ স্টেশনেও৷  আগামী ১ জুন থেকে বিভিন্ন রুটে ২০০টি ট্রেন নিয়মিত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেল চালাবে ৬টি ট্রেন৷ দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি-এলটিটি এক্সপ্রেস এবং গুয়াহাটি-যোরহাট জনশতাব্দী এক্সপ্রেস এই তিনটিই শুধু আসাম থেকে চলাচল করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker