NE UpdatesHappeningsBreaking News

বড়োল্যান্ডে দুই ব্যবসায়ীকে গুলি, উদ্বেগ

ওয়েটুবরাক, ৬ জুন : বড়োল্যান্ডে এক রাতে দুই গুলিচালনার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে৷ দুটি ঘটনায় দুই ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করা হয়েছে৷ সুনীল মণ্ডল ও অনিল ঈশ্বরারি দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷

শনিবার রাত সাড়ে ৮টায় মোটর সাইকেলে চেপে দুষ্কৃতীরা হানা দেয় কোকরাঝাড় জেলার নারাবাড়িতে৷ বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল মণ্ডল তাঁর দোকানে বসা ছিলেন৷ হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে মোটর সাইকেলেই পালিয়ে যায়৷

দ্বিতীয় ঘটনা ঘটে রাত সাড়ে বারোটায় চিরাং জেলার আমটেক বাজারে৷ অনিল ঈশ্বরারি নামে এক ব্যবসায়ী ঘরে ঘুমিয়েছিলেন৷ দুষ্কৃতীরা জানালা দিয়ে তাকে ডেকে তুলে গুলিবিদ্ধ করে৷ তিনটি গুলি লেগেছে তাঁর বাঁ কাঁধে৷

পুলিশ জানিয়েছে, কারা ঘটনা দুটি ঘটিয়েছে এখনও স্পষ্ট নয়৷ দুই ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে৷ তবে সুনীল মণ্ডলের ওপর হামলায় কেএলও জড়িত বলে তাদের অনুমান৷ উত্তম রায় ও মৃদুল রায় নামে দুই যুবককে সন্দেহজনক ভাবে গ্রেফতার করা হয়েছে৷ সুনীলের স্ত্রী-পুত্র জানিয়েছেন, তাঁর কাছে কিছুদিন ধরেই দুই লক্ষ টাকা দাবি করা হচ্ছিল৷ ছোট দোকান, সংসার টানার খরচই উপার্জন করা যায় না৷ এ কথা বলার পরও তারা মানতে চায়নি৷ পুলিশের দাবি, উত্তম কেএলও-রই সদস্য৷ তার সঙ্গে যোগ দিয়েছে মৃদুলও৷ এই ধরনের এক তথ্যের ভিত্তিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এ দিকে সারা অসম বাঙালি সুরক্ষা মঞ্চ সুনীলের ওপর হামলার দ্রুত বিচার চেয়েছে৷ সভাপতি উৎপল দে সকল দোষীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker