Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গা মিনি পিএইচসি-তে আশাকর্মীদের সম্মাননা

ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি: তৃণমূল স্তরে স্বাস্থ্যসেবায় নিয়োজিত আশাকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা দিল বড়জালেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এনিয়ে মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্র অধীনস্থ আশাকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিক ডাঃ পারশ নাথ কৈরী , ডাঃ অস্মিতা রাই, জেলা ভেক্টরবন রোগ পরামর্শকারী জুহি হাসান লস্কর, হাসপাতাল কমিটির সদস্য রামেন্দ্র কুমার দেব ( অবসরপ্রাপ্ত শিক্ষক) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ শিবানন্দ রায় আশাকর্মীদের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরে তাদের নিরলস কাজের ভূয়সী প্রশংসা করেন। আশাকর্মীদের জন্যই জেলার সব অঞ্চলে সহজে স্বাস্থ্য পরিসেবা পৌছে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যসেবার সেনানী হিসেবে তারা কাজ করছেন এবং তাদের এসব কাজে স্বীকৃতি দিতে বড়জালেঙ্গা মিনি এইচসি-র এই আয়োজনকে কুর্ণিশ জানান যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। এমন সম্মাননা প্রদানে আশাকর্মীরা তাদের কাজে আরও উৎসাহিত হবেন বলেও বক্তব্যের পরিসরে উল্লেখ করেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রামেন্দ্র দেব, জুহি হাসান লস্কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সেরা তিন আশাকর্মী যথাক্রমে নিয়তি দাস, শান্তা চক্রবর্তী ও রাধা বরাইককে বিশেষভাবে সম্মাননা প্রদান ছাড়াও স্বাস্থ্যকেন্দ্র অধীনস্থ প্রত্যেক আশাকর্মীদের শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তা বিষয় উপস্থাপন করেন সার্ভাইলাইন্স ইন্সপেক্টর প্রণব কুমার দে। প্রজ্জ্বলন মন্ত্রপাঠও করেন তিনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পারশ নাথ কৈরি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিপিএম অজিত কুমার দাস, ফার্মাসিস্ট প্রাণজিৎ কুমার পাল, আশা সুপারভাইজার মমতা অধিকারী, সূক্তা দাস, রেবা নাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ল্যাব টেকনিশিয়ান বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানের শেষে আশাকর্মীরা ধামাইল পরিবেশন করেন।