India & World UpdatesHappeningsBreaking News

বঙ্গভঙ্গ ! মমতার মন্তব্যের প্রতিবাদে সরব কোচ রাজবংশীরা

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি : “কিছুতেই বঙ্গভঙ্গ নয়”, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছে কোচ রাজবংশী জাতীয় পরিষদ। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সঙ্গে যখন কেন্দ্র সরকারের একটা আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় এইসব কথা বলে মুখ্যমন্ত্রী “কামতাপুরবাসীর মুক্তির পথে” বাধা হয়ে দাঁড়াচ্ছেন। পরিষদের সভাপতি বিমলকুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের কথায়, প্রস্তাবিত কামতাপুর ভূখণ্ড কখনও পশ্চিমবঙ্গ, বিহার বা অসমের অংশ হিসেবে ছিল না। ১৯৪৭ সালে কোচ কমতার সাধারণ জনতা রাজনৈতিক ভাবে সচেতন ছিলেন না বলে ষড়যন্ত্র করে এই অঞ্চলকে তিন রাজ্যে ভাগ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গভঙ্গ প্রসঙ্গ উত্থাপনের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই বলেই দাবি করেন তাঁরা। সেই সঙ্গে আগামী লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য কোচ রাজবংশী সহ সকল ভূমিপুত্রদের অনুরোধ জানান তাঁরা।

কেএলওর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কামতাপুর রাজ্য গঠনে এগিয়ে আসতে কোচ রাজবংশী জাতীয় পরিষদ কেন্দ্রকে অনুরোধ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker