NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ফের মিজোরাম সীমান্তে উত্তেজনা, এডিজিপিকে রেখেই গ্রেনেড বিস্ফোরণ

ওয়েটুবরাক, ১০ জুলাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার আহ্বানে দুই রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধানরা শুক্রবার এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সীমাবিবাদ মিটিয়ে নেওয়া হবে৷ এর ২৪ ঘণ্টার মধ্যেই আজ শনিবার নতুন করে অশান্ত হয়ে উঠেছে আসাম-মিজোরাম সীমান্ত এলাকা৷ সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কাছাড় জেলার খুলিছড়ায় গিয়েছিলেন রাজ্যের অতিরিক্ত পুলিশ প্রধান হরমিত সিংহ৷ সঙ্গে জেলাশাসক কীর্তি জল্লি এবং পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বলকর৷ তাঁদের পরিদর্শনের সময়েই সীমান্তে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়৷ পুলিশ সুপার জানিয়েছেন, “আমরা শব্দ শুনতে পেয়েছি৷ কিন্তু কারও হতাহত হওয়ার খবর নেই৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷”

Rananuj

নিম্বলকর বলেন, মিজোরামের কিছু মানুষ অহেতুক গণ্ডগোল পাকাতে চাইছে৷ তারা আসামের সাড়ে ছয় কিলোমিটার ভেতরে ঢুকে কৃষিকাজে বাধা দিচ্ছে, পুলিশের কাজে হস্তক্ষেপ করছে৷ তাই আসাম পুলিশ তাদের তাড়িয়ে দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker