NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ফের ধস, সকালে বন্ধ সোনাপুর সড়ক
ওয়ে টু বরাক, ১৫ জুন ঃ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে ফের সোনাপুরে ধস পড়েছে। সোনাপুর টানেলের কাছে পাহাড় থেকে পাথর ও মাটি নেমে আসায় সকাল থেকে ফের বন্ধ হয়ে পড়েছে জোয়াই-বদরপুর সড়ক। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টায় ফের বন্ধ হয়ে পড়েছে এই সড়ক। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সড়ক থেকে পাথর মাটি সরানোর কাজ চলছে। কিন্তু টানা বৃষ্টির কাজের গতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ দিকে, বুধবারও মেঘালয়ের পাহাড়ে ভারি বৃষ্টিপাতের দরুন সোনাপুর এলাকায় দফায় দফায় ব্যাপক ভূমিধস হয়েছে। ঠিক সুড়ঙের মুখেই পাহাড় থেকে মাটি-পাথর মেশানো জলস্রোত তীব্র বেগে বয়ে যায়। যদিও সড়ক কর্তৃপক্ষ ধস পড়া বন্ধ হতেই রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার প্রয়োজনীয় সামগ্রী ও শ্রমিক মজুত রেখেছিল। উল্লেখ্য, এই সড়কেই বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের বাইরের সঙ্গে যোগাযোগ সাধিত হয়। তাই লাগাতার বর্ষণ ও ধসপতনে বৃহত্তর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।