Barak UpdatesHappeningsCultureBreaking News

ফক-ইরার তিনদিনের কর্মশালা ১৪ থেকে, ১৬-য় বঙ্গভবনে গাইবেন প্রেমাংশু দাস

ওয়েটুবরাক, ১৩ জুলাই : এ বারও কর্মশালার আয়োজন করল ফক-ইরা৷ শেষে বড়সড় অনুষ্ঠান৷ প্রশিক্ষক হিসাবে কলকাতা থেকে আসছেন বাংলার মহাজনী গানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী প্রেমাংশু দাস৷ আগামী ১৪ জুলাই শুরু হবে তিনদিনের কর্মশালা৷ রবিবার সন্ধ্যা ৫টায় বঙ্গভবনে মূল অনুষ্ঠান৷

সাংবাদিকদের ডেকে এই কর্মশালা ও অনুষ্ঠানের ব্যাপারে মত বিনিময় করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বরিষ্ঠ কর্মকর্তারা৷ সঙ্গে ফক-ইরার একঝাঁক তরুণ শিল্পী-সংগঠক৷ সুবীর ভট্টাচার্য, মনোজ দেব, অজয় রায়, ভাস্কর দাস, নিরূপম বড়ভুইয়া, সায়ন রায়, রিমা মিত্র, স্বপ্না পাল, অনামিকা দেব, কুটন রায়, দেবরাজ ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, দেবজিৎ পাল, দীপশিখা দেবনাথ, বিশান আচার্য৷

তাঁরা জানান, নানা প্রান্তে ছড়িয়ে থাকা লোকসঙ্গীতকে সংগ্রহ করে সেগুলিকে বাঁচিয়ে রাখাই ফক-ইরার মূল উদ্দেশ্য৷ সেই লক্ষ্যেই তাঁরা নিরন্তর কাজ করে চলেছেন, তরুণদের লোকবিষয়ে উৎসাহী করে তুলছেন৷ এ বারের আয়োজনও একই ভাবনায়৷ তিনদিনের কর্মশালায় বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে যথেষ্ট সাড়া মিলেছে৷ ১২০ জন প্রশিক্ষণের জন্য নাম লিখিয়েছেন৷ ১৬ জুলাই মূল অনুষ্ঠানে প্রশিক্ষিতদের মঞ্চে তোলার প্রয়াস করা হবে৷ তবে মূলত গাইবেন আমন্ত্রিত শিল্পীরা৷ বরাক উপত্যকার বিশিষ্ট লোকশিল্পীদের গান শোনা যাবে সে দিন৷ প্রধান আকর্ষণ মহাজনী গানের বিশেষজ্ঞ প্রেমাংশু দাস৷

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বরিষ্ঠ কর্মকর্তারা বলেন, আজকের প্রজন্ম পুরনো দিনের গান নতুন করে শুনতে চাইছে, শিখতে চাইছে, এ আমাদের বড় পাওনা৷ হারিয়ে যাওয়া গানকে তুলে আনছে তরুণ শিল্পীদল, এটাই আনন্দের৷

ফক-ইরার শিল্পী-সংগঠকরা বলেন, লোক আঙ্গিকের গানগুলিকে মানুষের কাছে বেশি করে নিয়ে যেতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷

A D V E R T I S E M E N T

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker