Barak UpdatesHappeningsCultureBreaking News
পয়লা বৈশাখের সন্ধ্যায় বরাককণ্ঠের বর্ষবরণ
ওয়েটুবরাক, ২৯ মার্চঃ আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তথা ১৪৩১ বঙ্গাব্দের পয়লা বৈশাখ তারিখে শিলচর বঙ্গভবনে বরাককণ্ঠ পত্রিকার উদ্যোগে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। বরাককণ্ঠের সম্পাদক সন্তোষ চন্দ জানান, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ঢাকার আমন্ত্রিত শিল্পী উৎপলা দাস পম্পা। নৃত্যনাট্য ‘রঙে ভরা গান’ পরিবেশিত হবে সত্যজিত বসুর পরিচালনায়। থাকবে স্থানীয় বিশিষ্ট শিল্পী এবং বিভিন্ন সংগঠনের সমবেত অনুষ্ঠান। এই বর্ষবরণে বর্ষসেরা শিল্পী প্রদান করবে বরাককণ্ঠ। সঙ্গে সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান থাকা বিশিষ্ট ব্যক্তিদের বরাককণ্ঠ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠান পয়লা বৈশাখ ঠিক সন্ধ্যা পাঁচটায় শুরু হবে বলে সন্তোষবাবু জানিয়েছেন। তিনি বঙ্গভবনের এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন৷