Barak UpdatesSports
প্রাক্তন টেনিস তারকা আখতার আলি প্রয়াত
৭ ফেব্রুয়ারিঃ প্রাক্তন টেনিস তারকা আখতার আলি আর নেই। শনিবার গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আখতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
তাঁর মৃত্যুতে শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানাতে আখতারের বাড়িতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
১৯৫০ সাল থেকে দীর্ঘ সময় ডেভিস কাপে ভারতের প্রতিনিধিত্ব করেন। সিঙ্গলস এবং ডাবলস দু’ধরনের টেনিসই খেলেছিলেন আখতার। জয়দীপ মুখোপাধ্যায়, প্রেমজিত লাল, নরেশ কুমারদের সঙ্গে খেলেছিলেন তিনি। ১৯৫৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন হন। যুব উইম্বলডনেও সেমিফাইনাল খেলেছিলেন তিনি।
অবসরের পর ভারতের হয়ে টেনিস খেলোয়াড় তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। লিয়েন্ডার পেজ, রমেশ কৃষ্ণনের মতো বেশ কিছু তারকা উঠে এসেছেন তাঁর হাত ধরে। সানিয়া মির্জাকেও পরামর্শ দিয়েছেন দীর্ঘ সময়। আখতারের পুত্র জিশান আলি ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। ডেভিস কাপে ভারতের কোচের দায়িত্ব রয়েছে জিশানের কাঁধে।