Barak UpdatesHappeningsBreaking News
প্রাকৃতিক দুর্যোগেও হস্তাক্ষর প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
ওয়েটুবরাক, ২০ জুন : সারাক্ষণ বৃষ্টি, চারদিকে জল আর জল৷ এমন প্রাকৃতিক দুর্যোগেও রবিবার দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরি আয়োজিত হস্তাক্ষর প্রতিযোগিতায় অংশ নিলেন ৩২ জন প্রতিযোগী৷ বিভিন্ন স্থান থেকে এরা পৌঁছান প্রেমতলায় লাইব্রেরির তেতলায়৷ ছিলেন হাইলাকান্দির রফিকউদ্দিন লস্কর, মহাশ্বেতা দেব এবং পঞ্চতপা নাথও৷ তবে ১৫ মিনিটের হস্তাক্ষর প্রতিযোগিতায় নজর কেড়েছিলেন কৃষ্ণ দাস, মৃণাল লস্কর ও অবিনাশ দাস৷ অবিনাশ গাড়িচালক৷ কৃষ্ণ ও মৃণাল দিনমজুর৷
শিশু থেকে প্রৌঢ় বিভিন্ন বয়সের মানুষ তিনটি বিভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন৷ ছাত্রদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শিক্ষকও৷ অংশ নেন বিশিষ্ট বরীন্দ্র সঙ্গীতশিল্পী সুদীপ্তা ভট্টাচার্য শিক্ষিকা সপ্তমিতা নাথ, শিল্পী চক্রবর্তীরাও৷ প্রতিযোগিতার মুখ্য সংগঠক দুর্বা দেব ও রূপরাজ ভট্টাচার্য জানান, খাতায় কেউ নিজের নাম উল্লেখ করেননি৷ রোল নম্বর লেখাই ছিল৷ তিন বিচারক নিযুক্ত করা হয়েছে৷ প্রত্যেকে প্রতি খাতায় পৃথক নম্বর দেবেন৷ ১৫ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা করছেন ড. দুর্বা দেব৷ পরীক্ষা পরিচালনায় সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান শিবানি দেবরায়, রীতা ভট্টাচার্য, অভীক দাস, নয়ন দে ও পিয়ালী দে-কে৷