NE UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রীর সুরক্ষা কামনায় মন্দিরে পুজো হিমন্তের
৬ জানুয়ারি ঃ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষা ও সুস্বাস্থ্য কামনা করে দেশজুড়ে বিজেপি পুজো ও হোম যজ্ঞ করেছে।বুধবার পাঞ্জাবে প্রতিবাদকারীদের পথ অবরোধের জন্য সভা বাতিল করে ফিরে আসতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এর পরই বৃহস্পতিবার মোদির সুরক্ষা কামনা করে দেশের বিভিন্ন প্রান্তে পুজোর আয়োজন করা হয়। আসামে আয়োজিত এই পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী গুয়াহাটির উগ্রতারা মন্দিরে আয়োজন করা পুজো ও হোমযজ্ঞে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তছনছ করে ফেলা এই ঘটনার পর মোদির নিরাপত্তা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় হওয়া গাফিলতির জন্য পাঞ্জাবের কংগ্রেস সরকারকে শাসক দলের পক্ষ থেকে প্রচন্ডভাবে আক্রমণ করা হয়। সেজন্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া শাসক বিজেপি দেশজুড়ে পুজোর আয়োজন করে। উল্লেখ্য, বিজেপির গুয়াহাটি মহানগর জেলা সমিতির উদ্যোগে উগ্রতারা মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল। এই পুজোর সময় রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতাও উপস্থিত ছিলেন।