NE UpdatesAnalyticsBreaking News
প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করবে ৪ পড়ুয়া
আগরতলা, ১৭ জানুয়ারি : দিল্লির তালকোটরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করতে ৪ ছাত্র সেখানে যাচ্ছে। ছাত্রদের মধ্যে পরীক্ষা নিয়ে যে ভীতির সঞ্চার হয়, তা দূর করার জন্য প্রধানমন্ত্রী দ্বাদশ বোর্ড পরীক্ষার ঠিক আগে দেশের ছাত্রদের সঙ্গে আগামী ২৭ জানুয়ারি নিজের চিন্তাধারার আদানপ্রদান করবেন। রিপোর্ট অনুযায়ী, রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৩২,৭০৫ জন ছাত্র ৮টি বিষয়ে এক অনলাইন সৃজনাত্মক প্রতিযোগিতায় শামিল হন।
এর মধ্য থেকেই গোমতী জেলার দক্ষিণ নলচর বিদ্যালয়ের স্নেহা দাস ও ব্রিলিয়েন্ট স্টার স্কুলের বিজয় শর্মাকে নতুন দিল্লির মূল অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া জাতীয় কলা মহোৎসব পুরস্কার বিজেতা মৌমিতা সরকার ও রিয়া গাঙ্গুলি প্রজাতন্ত্র দিবসের সমারোহে যোগদান করার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় যোগ দেবেন। পরীক্ষা পে চর্চায় অংশ গ্রহণের জন্য নির্বাচিত হওয়া ছাত্রদের অভিনন্দন জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই প্রথমবার ত্রিপুরার ছাত্ররা প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রতিযোগিতার মুখোমুখি হয়েছেন, যা অভিনব ও উতসাহ ব্যঞ্জক।