India & World UpdatesBreaking News
কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য ফ্রি বাস সার্ভিস : পাটোয়ারি
১৫ জুন : এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথাক্রমে দুই বছর ও তিন বছর পর্যন্ত বিনামূল্যে রাজ্য পরিবহণ নিগমের বাসে যাতায়াত করতে পারবেন। রাজ্যের পরিবহণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি গুয়াহাটির এক হোটেলে রাজ্য পরিবহণ নিগমের ‘চলো’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করে এ কথা ঘোষণা করেছেন।
অন্যদিকে কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়ার অঙ্গ হিসেবে চালু করা অ্যাপ-এর মাধ্যমে এখন পরিবহণ নিগমের বাসের যাত্রীরা ঘরে বসেই টিকিট বুকিং করতে পারবেন এবং অনলাইনে নিজের বাসটির লাইভ ট্রেকিংও করতে পারবেন। এর পাশাপাশি এখন থেকে ‘চলো’ অ্যাপটির মাধ্যমে টিকিট বুকিং করা এএসটিসি বাসের প্রত্যেক যাত্রী ডিজিটাল টিকিট লাভ করবেন। এই অ্যাপটি উদ্বোধন করে এ দিন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, অসম পরিবহণ নিগমের বাসে করে যাওয়ার সময় যাত্রীরা যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সেদিকে লক্ষ্য রেখে ও বাস কন্ডাক্টর যাতে কোনও ধরনের অতিরিক্ত বাস ভাড়া না নেন, সে জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।