India & World UpdatesHappeningsBreaking News
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, স্কুটিতে নবান্নে গেলেন মমতা
২৫ ফেব্রুয়ারি : পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ইলেকট্রিক স্কুটারে আরোহী হয়ে নবান্নে যান। স্কুটি চালিয়ে নিয়ে গেলেন ফিরহাদ হাকিম। পেছনের আসনে বসেছিলেন তৃণমূল প্রধান। অভিনব দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা। নেই কোনও স্লোগান, নেই চড়া সুর। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আমজনতার মতো স্কুটারে চেপে নিজের দফতরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাদা শাড়ি. মাথায় নীল হেলমেট। তবে দু’জনের গায়েই দেখা গিয়েছে একটি পোস্টার। সেখানে স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভাষা।