Barak UpdatesHappeningsBreaking News
পিপলস রিলিফ কমিটির উদ্যোগে শিমূলতলায় মেডিক্যাল ক্যাম্প
ওয়েটুবরাক, ৫ আগস্ট : বন্যা পরবর্তী বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার উদ্দেশ্য নিয়ে আজ রংপুর শিমূলতলায় এক বড়সড় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় পিপলস রিলিফ কমিটির উদ্যোগে। ১৮০ জনেরও বেশি রোগীকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়।
শিলচর শহরের একেবারে গায়ে লেগে থাকলেও রংপুরের শিমূলতলা অঞ্চলটি আদতে একটি নিম্নভূমি। কমবেশি ৭৪০টি নিম্ন আয়ের মানুষের বাড়ি রয়েছে এই এলাকায়। প্রায় প্রতি বন্যায় জলে ডুবে যায় বিস্তীর্ণ এই বসতি এলাকাটি। এবারও ডুবেছিল। একাংশ গলিতে এখনও জল দাঁড়িয়ে আছে।
ফলে ওই এলাকায় বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব হয়েছে। এলাকার একাংশ মানুষের অনুরোধে পিপলস রিলিফ কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল আজকের এই চিকিৎসা শিবির।
বেলা ১১ টায় শুরু হওয়া চিকিৎসা শিবিরে মুখ্যত নারী, বৃদ্ধ এবং শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জলবাহিত বিভিন্ন রোগের পাশাপাশি অপুষ্টি, চোখের সমস্যা, দাঁতের সমস্যা নিয়ে এবং কয়েকজন মহিলা রোগে (গাইনোকোলজি) আক্রান্ত ব্যক্তিও চিকিৎসার সুযোগ নিতে এসেছিলেন শিবিরে। শহরের স্বনামধন্য চিকিৎসক ডাঃ গিরিধারী কর, ডাঃ রোহন বিশ্বাস এবং ডাঃ সুস্মিতা দে মিলে প্রায় দুই শত রোগীকে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। শুরুতে চিকিৎসকদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন স্থানীয় মানুষেরা। যুবক ভলান্টিয়াররা অত্যন্ত সুশৃঙখল ভাবে শিবির অনুষ্ঠিত করতে আন্তরিক প্রচেষ্টা করেছেন। স্থানীয়দের মধ্যে ছিলেন দুর্যোধন দাস, মানস রায়, পিকলু দাস, পরেশ দাস, হেমেন্দ্র দাস, শ্রীমতী মিলন দাস, সুধীর দাস, দীপক দাস, শ্রীমতী রত্না দাস, ইন্দ্রলাল দাস, সুনীল দাস প্রমুখ। প্রত্যেক রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে। ঔষধ সংগ্রহ ও রোগীদের দেওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছেন কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের রাজেশ সরকার, ত্রিদিব পাল ও রূপরাজ দেব। রোগীদের নিয়ন্ত্রণ, প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়া এবং সার্বিক চিকিৎসা শিবিরের দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, প্রতিমা দাস পাল, অনিরুদ্ধ দেবরায়, আঞ্জুনারা বেগম ও সংগঠনের সম্পাদক আশু পাল।
অত্যন্ত প্রয়োজনীয় সময়ে এই চিকিৎসা শিবির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয়রা । সুষ্ঠুভাবে শিবির অনুষ্ঠিত করার জন্য চিকিৎসকত্রয়ী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আশু পাল।