Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
পাথারকান্দিতে বিএসএফের হাতে আটক বাংলাদেশি চোর
ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর : সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহিষ চুরি করতে গিয়ে পাথারকান্দির সোনাতোলায় বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর। তার নাম আবুল হোসেন (৩২)। জেরায় জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের মৌলবীবাজারের দক্ষিণ গান্ধাই এলাকার বুবারথল গ্রামে। পরে বিএসএফ ধৃত বাংলাদেশিকে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিয়েছে।
পুলিশ তাকে বর্তমানে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃত যুবক পুলিশি জেরায় জানায়, শুক্রবার গভীর রাতে তাদের তিনজনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে ৷ সীমান্তে বিএসএফের আগমন টের পেয়ে দুই সঙ্গী আব্দুল হক ও রমজান আলি পালিয়ে যায়৷ সে ধরা পড়ে যায়। তার কাছ থেকে পুলিশ একটি তার কাটার যন্ত্র সহ ধারালো দা ও একটি মোবাইলসেট বাজেয়াপ্ত করেছে।