Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে পাঠানো হল বাংলাদেশি বন্দির কফিনবন্দি দেহ
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারিঃ অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে ধরা পড়ে যান বাংলাদেশের জামালউদ্দিন। শাস্তির মেয়াদ ফুরোলেও জীবদ্দশায় দেশে ফিরতে পারলেন না। বৃহস্পতিবার সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দেওয়া হয় তাঁর কফিনবন্দি দেহ।
জামালউদ্দিন ২০১৯ সালের নভেম্বরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ে যান। সে থেকে রয়েছেন শিলচর সেন্ট্রাল জেলে। বিচারে তার ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বন্দি থাকার কথা। কিন্তু এর আগেই তিনি নানা অসুখে আক্রান্ত হয়ে পড়েন। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। সবশেষ গত ৭ জানুয়ারি শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। আসাম পুলিশের পক্ষ থেকে তা জানানো হয় গুয়াহাটিস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে। তাঁর অফিস থেকেই জামালউদ্দিনের বাংলাদেশের ঠিকানা নিশ্চিত করে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হয়। সেই অনুসারে বৃহস্পতিবার সুতারকান্দি সীমান্ত দিয়ে মৃতদেহ বাংলাদেশে পাঠানো হয়।