India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল!
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি :পশ্চিমবঙ্গে ফের শোরগোল ফেলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বিধানসভা ‘সমাপ্ত’ করে দিলেন। আজ টুইট করে রাজ্যপাল এই সিদ্ধান্ত জানান। তিনি টুইটারে লেখেন, ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারার উপধারা ২-এর অধীনে ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত থাকছে অধিবেশন।’
তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল অধিবেশন স্থগিত করেছেন।’ তিনি আরও জানান, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া দিনক্ষণ অনুযায়ীই পরবর্তীতে অধিবেশন ডাকবেন রাজ্যপাল।
প্রথা অনুযায়ী শীতকালীন অধিবেশন শেষ হলেই পরিষদীয় দফতরের তরফে অধিবেশন শেষ হওয়া সংক্রান্ত ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এ বার সেই ফাইল পাঠাতে দেরি করেছিল রাজ্য সরকার। তিনি আজ যে অধিবেশন স্থগিতের কথা টুইট করলেন, আসলে সেই অধিবেশন গতবছরের ১৭ নভেম্বরই শেষ হয়ে গিয়েছে। তবে সেই ফাইল রাজ্যপালকে পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। সেই ফাইলে স্বাক্ষর করেই টুইট করলেন রাজ্যপাল।