India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে অশীতিপরদেরও পোস্টাল ব্যালট! চূড়ান্ত সিদ্ধান্ত কাল
১৪ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আশি-ঊর্ধ্বদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের চিন্তাভাবনা চলছে। শুক্রবার সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে নির্বাচন কমিশন। এ দিনই রাজ্যের চূ়ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অনুমান করা হচ্ছে, তখনই সরকারিভাবে ঘোষণা করা হবে, ৮০ বছরের বেশি বয়সের ভোটারদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে। তা ছাড়াও যাঁরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে শারীরিক ভাবে অক্ষম, তাঁরাও এই সুবিধা পেতে পারেন। কমিশনে আবেদন করে ফর্ম পূরণ করলে বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। আবার ভোটকর্মীরাই সেই ব্যালট নিয়ে আসবেন। গোটা বিষয়টির ভিডিওগ্রাফি করা হবে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আসামেও। কমিশন এখানেও একই পদ্ধতি প্রয়োগ করে কিনা, তা এখনও স্পষ্ট নয়। উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। ১৮ তারিখ বা এর তিন-চারদিনের মধ্যে পুরো কমিশন সে রাজ্য সফর করবেন। প্রশাসনিক কর্তারা বর্তমানে এ নিয়েই চরম ব্যস্ত।