NE UpdatesHappeningsBreaking News
পদ্মশ্রী হলেন ডিমা হাসাওয়ের আর জেনে
ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি: এ বছরের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন ডিমা হাসাও জেলার রামকুইওয়াংওয়ে জেনে৷ নাগা সমাজকর্মী জেনে নাগাদের হেরেকা ধর্ম সংরক্ষণে নিজেকে উৎসর্গ করেছেন। দশটি প্রাথমিক স্কুল তৈরি করে পিছিয়ে পড়া অঞ্চলে নারী শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ৷ জেনে হেরেকা ধর্মের টিংওয়াং হিংগডেনের ট্রান্সক্রিপশনের কাজও করেছেন।
এই বছর অসমের তিনজন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। জেনে ছাড়া বাকি দুজন হলেন হেমপ্রভা চুতীয়া ও হেমচন্দ্র গোস্বামী ৷ চুতীয়া ডিব্রুগড়ের মরাণে ফটিকাছোয়া অভয়াপুরী গ্রামের বাসিন্দা। তিনি নিজের তাঁতশালে শ্রীমন্ত শঙ্করদেব রচিত গুণমালা ও মাধবদেব রচিত নামঘোষা এবং ভাগবত গীতার পংক্তি কাপড়ে বুনেছেন। পদ্মশ্রী প্রাপক হেমচন্দ্র গোস্বামী মাজুলির নতুন চামগুড়ি সত্রের বিশিষ্ট মুখোশ শিল্পী।