India & World UpdatesHappeningsBreaking News
পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ৩ বিজ্ঞানীকে
ওয়েটুবরাক, ৪ অক্টোবর : মানব সভ্যতাকে ইলেকট্রনের রাজ্যে প্রবেশের নতুন উপাদান সরবরাহ করে এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ৩ বিজ্ঞানী। মঙ্গলবার সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে পিয়ারে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউজ ও আন্না লুইলিয়ের নাম ঘোষণা করেন।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ইলেকট্রন ডাইনামিকসের ওপর গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ইলেকট্রন সাধারণত এত দ্রত চলাচল করে যে এটির গতিবিধি পর্যবেক্ষণ করার বিষয়টি আগে অসম্ভব মনে করা হতো। তবে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি করার বিষয়টি ওই তিন বিজ্ঞানীর গবেষণায় দেখানো হয়েছে।