NE UpdatesBarak UpdatesHappeningsSports
ন্যাশনাল রেঙ্কিংয়ে ডাক পেয়েও কোভিড পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় খুদে প্যাডলার দিভিজা
ওয়েটুবরাক, ৭ জানুয়ারি : গত বছর শিলচরের অনুভব ক্লাব আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টে সম্ভাবনাময় খেলোয়াড়ের শিরোপা পায় দিভিজা পাল। সেই যে শুরু আর পেছনে ফেরা নয়। কিছুদিন পরেই জেলা স্তরের মনোনয়ন পেয়ে অংশ নেয় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায়। আরজি বরুয়া টুর্নামেন্ট এবং নগেন হাজরিকা টুর্নামেন্ট দুটিতেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলে। ওই সব ম্যাচের প্রেক্ষিতেই তাকে তার গ্রুপে রাজ্যের সেরা সম্ভাবনাময় খেলোয়াড়ের শিরোপায় ভূষিত করা হয়। সেই সঙ্গে আসাম টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ন্যাশনাল লেবেল রেঙ্কিংয়ের জন্য তাকে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করে। আগামী ৯ জানুয়ারি থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে এই প্রতিযোগিতা হওয়ার কথা। কিন্তু বেশ কিছু দিনের উচ্ছ্বাস এই দুদিন ধরে পরিবারের সকলের কাছে দুশ্চিন্তায় পরিণত হয়েছে।
তার বাবা দিব্যেন্দু পাল শিলচরে বিএসএনএলের এজিএম। মা দীপশিখা পাল রানিঘাটে খুদেজা গার্লস এমই স্কুলের শিক্ষিকা। সকলের চিন্তা, কোভিড যে হারে বাড়ছে এবং ওই প্রেক্ষিতে যে নির্দেশিকা জারি হচ্ছে, তাতে টুর্নামেন্টটি আদৌ হবে কিনা। মন খারাপ ডন বসকো স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দিভিজারও।
প্রথমে শিলচর জেলা ্ক্রীড়া সংস্থাতেই টিটি-র প্রশিক্ষণ নেয় দিভিজা। পরে যায় উধারবন্দ টেবিল টেনিস ক্লাবে। সেখানেই সে প্রশিক্ষক সহ ক্লাব কর্তাদের নজরে পড়ে। তারা অভিজিত রায়চৌধুরীর কলকাতার অ্যাকাডেমিতে তাকে দশদিনের এক প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করে। সেই দশদিন সে নিজেকে টিটি শিক্ষায় বিশেষ ভাবে প্রশিক্ষিত করে তোলে। এরই সুবাদে ছয় বছর বয়স হলেও সে অনূর্ধব-এগারো গ্রুপে খেলতে গিয়ে ভয় পায় না। যে কারও সঙ্গে সে লড়তে প্রস্তুত।
উধারবন্দ টিটি ক্লাবের সচিব প্রণবানন্দ দাস বলেন, বড় ভালো এগিয়েছে দিভিজা। অভিভাবকদের দুর্দান্ত সমর্থন পেয়েছে। নিজেও পরিশ্রমী। টেবিল টেনিসে শিশু-কিশোরদের জায়গা করে নেওয়ার জন্য এই দুটিরই খুব দরকার। তাঁরও আশঙ্কা, ইন্দোরে শেষপর্যন্ত ন্যাশনাল রেঙ্কিংয়ের খেলাগুলি হবে কিনা। কারণ দেশ জুড়েই যে কোভিড ফের লাফিয়ে বাড়ছে।