Barak UpdatesHappeningsBreaking News
নেতাজি ছাত্র যুব সংস্থার ট্রাফিক সচেতনতা অভিযান
ওয়েটুবরাক, ৩১ অক্টোবর: ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আমার যুব ভারত এর প্রথম বার্ষিকী পালনে “এই দীপাবলি, আমার ভারতের সাথে” থিমের সঙ্গে ২৯ ও ৩০ অক্টোবর শিলচরের রাস্তায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে নেহেরু যুব কেন্দ্র কাছাড় ও নেতাজি ছাত্র যুব সংস্থা। ২৯ অক্টোবর বিকালে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি ও শিবকলোনি পয়েন্টে যানজট সমাধানে ট্রাফিক পুলিশদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নেহরু যুব কেন্দ্র, কাছাড় অনুমোদিত যুব সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা এবং ৩০ অক্টোবর নেহেরু যুব কেন্দ্র কাছাড় এর ডেপুটি ডাইরেক্টর মেহেবুব আলম লস্করের উপস্থিতিতে অন্নপূর্ণাঘাট সেতু পয়েন্ট ও শিলচর মেডিক্যাল কলেজ পয়েন্ট এলাকার যানজট নিরসনের চেষ্টা করেন । দুই চাকার বাহনে চালক ও সহযাত্রীদের হেলমেট পড়তে এবং চার চাকার বাহনে চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর মেহেবুব আলম লস্কর তাঁর বক্তব্যে বলেন, মাই ভারত-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা ভারতের সঙ্গে কাছাড় জেলায়ও ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অঙ্গ হিসাবে ২৭ অক্টোবর শিলচরের ফাটকবাজারে সাফাই অভিযান, ২৮ অক্টোবর শিলচর সিভিল হাসপাতাল ও কাটিগড়া হাসপাতালের রোগীদের সাহায্য করা, ২৯ ও ৩০ অক্টোবর শহরের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ অভিযানে মাই ভারত ও নেতাজি ছাত্র যুব সংস্থার স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
ট্রাফিক সচেতনতা অভিযানে নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে ছিলেন দিলু দাস, বাপ্পী আচার্য, রাজদেব দাস, ভূষণ মগ চৌধুরী, নির্ঝর দেব, পিন্টু ঘোষ, দীপঙ্কর দাস, রিয়োর জামাতিয়া, আবিদুর লস্কর, বাললাম গিংসাই কারবামন প্রমুখ।