NE UpdatesBarak UpdatesHappenings
মেঘালয়ে না নামলে কোভিড টেস্ট লাগবে না, চাই শুধু অনলাইন পাস
বিধায়ক কমলাক্ষকে জানাল মেঘালয় সরকার
১৮ সেপ্টেম্বরঃ মেঘালয়ে করোনা টেস্ট নিয়ে কড়াকড়ি শুরু হতেই বেড়ে চলছিল বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের যাত্রীদের দুর্ভোগ। এ ব্যাপারে সরব হন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। চিঠি লিখেন মেঘালয়ের মুখ্যসচিবকে৷ সমস্যা অনুধাবন করতে পেরে মেঘালয় সরকার অবশ্য নিয়মনীতিতে সামান্য পরিবর্তন এনেছে৷ মেঘালয়ের ওপর দিয়ে চলাচলকারীদের করোনা টেস্ট লাগবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
মেঘালয়ের স্বরাষ্ট্র সচিব সিভিডি দিয়েঙ্গুডু কমলাক্ষবাবুকে চিঠি লিখে জানান, যাত্রী বা পণ্যবাহী যানের মেঘালয়ের ওপর দিয়ে চলাচলে কোনও বাধা নেই। কিন্তু নতুন করে রাজ্যে আগতদের মধ্যে কোভিড সংক্রমণের মাত্রা বেড়ে চলায় স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, মেঘালয়ে ঢোকার সময়েই কোভিড টেস্ট করা হবে, যাতে রাজ্যে ঢোকার আগেই সংক্রমিতদের শনাক্ত করা যায়। তবে যারা নামবেন না, শুধু রাজ্যের ওপর দিয়ে যাবেন, তাদের কোনও টেস্ট লাগবে না।
একই সঙ্গে তিনি জানিয়ে দেন, মেঘালয়ে কারা নামবেন, আর কারা চলে যাবেন, তা বোঝার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। মেঘালয় সরকারের পোর্টালে এ ব্যাপারে দ্রুত পাস তৈরি হচ্ছে। https://megedistrict.gov.in/directApply.do?serviceId=1177 ক্লিক করলেই পাসের জন্য অনলাইন ফর্ম পাওয়া যাবে। এটি পূরণ করে দিলে অনলাইন পাস তৈরি হয়ে যাবে। এই পাস এবং একটি বৈধ পরিচয় পত্র সঙ্গে থাকলে মেঘালয়ে হয়রানির প্রশ্নই ওঠে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রসচিব দিয়েঙ্গুডু।
এই সংবাদে বরাক জুড়ে মানুষ আশ্বস্ত বোধ করছেন। কারণ এই অঞ্চল থেকে গুয়াহাটি সহ অন্যত্র যেতে হলে সড়কপথে মেঘালয়ের ওপর দিয়েই চলাচল করতে হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক হলেও কমলাক্ষ দে পুরকায়স্থের চিঠিতে উপকৃত হলেন ত্রিপুরা, মিজোরামের যাত্রীরাও। বিভিন্ন সংস্থা-সংগঠনের পক্ষ থেকে কমলাক্ষবাবুকে সাধুবাদ জানানো হয়েছে।