Barak UpdatesHappeningsBreaking News
নেতাজির প্রথম শিলচর আগমনের ৮৫ বছর পূর্তিতে সোমবার বক্তৃতা প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ২০ এপ্রিল : দেশনায়ক সুভাষচন্দ্র বসু শিলচরে প্রথম পদার্পণ করেন ১৯৩৮ সালের ২৪ এপ্রিল। এই বছর তাঁর ঐতিহাসিক শিলচর আগমনের ৮৫ বছর পূর্ণ হল। নেতাজির প্রথম শিলচর আগমনকে উপলক্ষ করে “শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি” আগামী ২৪ এপ্রিল সোমবার বিকেল ৪টায় স্থানীয় গান্ধী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় : “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান”। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী ছাত্রছাত্রীদের বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠান স্থলে গিয়ে নাম লেখাতে হবে৷
প্রসঙ্গত, শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী কিছুদিনের মধ্যে সে সবের দিনস্থান ঘোষণা করা হবে৷