Barak Updates
নারী দিবসে বিধায়কের আয়োজনে শিলচরে সম্মান একঝাঁক কৃতীকে
৮ মার্চ : নারী দিবস উপলক্ষে একঝাঁক মহিলাকে সম্মান জানানো হল। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগেই মূলত ছিল গোটা আয়োজন। আর এই মহতী অনুষ্ঠানের সাক্ষী ছিলেন শহরের বিশিষ্টজনেরা।
শিলচর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে এ দিন সম্মান প্রাপকদের মধ্যে মহিলা পুলিশ কর্মীদের সংখ্যাই বেশি ছিল। তবে এই তালিকায় বাদ যাননি আইনজীবী, খেলোয়াড়, শিল্পী ও সাংবাদিকরাও। বিভিন্ন পেশার মোট ১৩ জনকে সম্মান জানানো হয়। আর ছিলেন মোট ৩৩ জন মহিলা কনস্টেবল। এদের সবার হাতেই স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ দিন অনুষ্ঠানের শুরুতে এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন বিধায়ক দিলীপ কুমার পাল। এরপরই একে একে ১৩ জনকে সম্মান জানানো হয়। পরে মহিলা কনস্টেবলদের সংবর্ধনা জানান ডি আইজি দিলীপ দে, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় ও বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাছাড়া অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাশ, শিক্ষিকা শ্যামলী কর ভাওয়াল, আইনজীবী বীথিকা আচার্য সহ অনেকে।