NE UpdatesHappeningsBreaking News
নাগাল্যান্ডের শোকভি টার্মিনাল থেকে পণ্য পরিবহন শুরু
ওয়েটুবরাক, ২৭ জুলাই : নাগাল্যান্ডের শোকভি রেল টার্মিনাল থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে৷ প্রথম চালান হিসাবে সোমবার পাথরের ওয়াগন রওয়ানা হয়েছে ত্রিপুরার জিরানিয়ার উদ্দেশে৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের দাবি, এই টার্মিনাল থেকে পণ্য পরিবহন চালু হওয়ায় নাগাল্যান্ডের শিল্প-বাণিজ্য ক্ষেত্র উপকৃত হবে৷ সার্বিক ভাবে লাভবান হবে গোটা উত্তর-পূর্বাঞ্চল৷ ধনসিড়ি-জোবজা (কোহিমা) লাইনের প্রথম স্টেশন এটি৷ গত বছর আনুষ্ঠানিক ভাবে এই স্টেশনের উদ্বোধন হয়৷