NE UpdatesHappeningsBreaking News
নাগরিকত্ব : সুপ্রিম কোর্টের রায় পড়ে ব্যবস্থা নিতে হিমন্তকে সুস্মিতার চিঠি
ওয়েটুবরাক, ১৫ জুলাই: “যখন-তখন যার-তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না। কোনও ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে নির্দিষ্ট তথ্য কর্তৃপক্ষের হাতে থাকতে হবে।” অসমের রহিম আলির আপিল মামলায় সুপ্রিম কোর্টের এই রায়ের পরই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি লেখেন। অসমে স্বরাষ্ট্র দফতর যে তাঁরই হাতে রয়েছে এবং তাঁর পুলিশ যে নাগরিকত্ব ইস্যুতে মানুষকে অহেতুক হয়রানি করছে, শীর্ষ আদালতের ওই রায়ে তা স্পষ্ট বলে মন্তব্য করেন সুস্মিতা। তিনি হিমন্তকে বলেন, “এই রায়ের পর এখন অন্তত উপযুক্ত ব্যবস্থা নিন।” সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে উদ্ধৃত করে সুস্মিতা শোনান, “নাগরিকত্ব স্পর্শকাতর বিষয় বটে, কিন্তু তাই বলে নাগরিকত্ব আইনের ৯ নম্বর ধারার (নাগরিকত্ব খারিজ) অপব্যবহার করা যায় না। সতর্কতার সঙ্গে ওই ধারা কার্যকর করতে হয়।” একটা মামলা চালাতে কতটা অর্থব্যয় হয় এবং অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের কী মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়, তা ভেবে দেখতে তিনি হিমন্তকে অনুরোধ করেন।