Barak UpdatesHappeningsBreaking News

দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলের সুবর্ণজয়ন্তীর দুদিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান ১৮ থেকে, আসছেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ১৬ মার্চঃ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হতে চলেছে দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। দুদিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হবে আগামী ১৮ মার্চ।  সে দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।  সকাল ১১টায় শিলচর টেনিস ক্লাব সংলগ্ন স্কুলচত্বরে তিনি উপস্থিত হবেন। সেদিনই বিকেলে রয়েছে সাংস্কৃতিক কর্মসূচি।  পরদিন ১৯ মার্চ তারিখে সকালে অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এই অঞ্চলের সাহিত্য-সংস্কৃতি জগতের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনারও আয়োজন করা হয়েছে সেদিন। বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার ্স্কুলপ্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের কথা জানান স্কুল পরিচালন সমিতির সভাপতি আইনজীবী শশাঙ্ক দেব ও অধ্যক্ষা সুপর্ণা সিনহা। শশাঙ্কবাবু বলেন, এই স্কুল আসলে ১৯৭২ সালে  স্থাপিত হয়।  শুরুতে ছিল অসমিয়া মাধ্যমের হাই স্কুল। ১৯৮৭ সালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। নানা ঘটনার সাক্ষী হয়ে এই স্কুল আগেই পঞ্চাশ বছর পূর্ণ করেছে। মূলত ২০২৩ সালের ৩০ নভেম্বর তারিখে এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়েছিল।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সহসভাপতি কুসুম কলিতা, শিক্ষক স্বপন কুমার সিনহা, বিশ্বময় ধর চৌধুরী, বিজয় বাহাদুর সোনার, হিতেশ চন্দ্র ভট্টাচার্য, প্রসন্ন চক্রবর্তী, তুষার শর্মা, প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেধি, প্রাক্তন ছাত্র রেখারানি চুতিয়া বরুয়া ও তুহিনা শর্মা এবং সমাজকর্মী যদুমণি বরুয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker