Barak UpdatesHappeningsBreaking News
দেবপাড়ায় রূপমের বস্ত্র বিতরণ
ওয়েটুবরাক, ২২ জুলাই : রবিবার আবার বন্যায় আক্রান্ত দুঃস্থদের মধ্যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেবপাড়া কালীবাড়িতে বস্ত্র বিতরণ করা হয় । দেবপাড়ার অসহায় লোকেরা এবার পরপর তিনবার বন্যায় আক্রান্ত হয়েছেন। যদিও জল কমেছে তবুও অনেক পরিবার এখনও জলবন্দি অবস্থায়। নৌকা বা ভেলায় করে যাতায়াত করছেন। তাদের এই অসহায় করুন অবস্থার কথা শুনে রবিবার, বিশেষভাবে শিশুদের জন্য নতুন কাপড় নিয়ে যাওয়া হয়। তিনশোর উপর কচিকাঁচাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বড়দের জন্যেও প্রায় ১০০-র উপর ভালো পুরনো কাপড় বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রায় চারশোর অধিক পরিবার উপকৃত হয়। অন্যান্য বছরের ন্যায় এ বছরও পুজোর আগে রূপম আবার নতুন কাপড় বিতরণ করবে বলে জানিয়েছেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল।
রবিবার অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক নিখিল পাল শহিদ জগন ও যীশুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সঙ্গে রূপমের কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন। রূপমের সদস্যরা ছাড়াও শুভানুধ্যায়ী যারা নতুন ও পুরনো বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া দেবপাড়া কালীবাড়ি রোডের সকল বাসিন্দারা এই বস্ত্র বিতরণে যেভাবে সহযোগিতা করেছেন এর জন্যও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পাদক নিখিল পাল ছাড়াও এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক সুভাষ বর্মন, সামাজিক বিভাগের সম্পাদক কাজল সরকার, প্রচার বিভাগের সম্পাদক দীপক কুমার পাল, সদস্য অনুপম দে, বিক্রান্ত চক্রবর্তী, বিপ্লব মালাকার, অভিজিৎ দেব, জামিরুল ইসলাম, শ্রীধর দাস, জয়দেব দাস প্রমুখ।
প্রসঙ্গত, ৬২ বছর ধরে রূপম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ডও করে চলেছে। বছরে ৩-৪ বার গ্রামেগঞ্জে বস্ত্র বিতরণ করে থাকেন রূপমের সদস্যরা।